ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

ইতালিতে বিজয়ফুল কর্মসূচি

২০২৩ ডিসেম্বর ২৫ ১২:৩৬:৩৮
ইতালিতে বিজয়ফুল কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মহান বিজয়ের মাসে ইতালির মিলানে প্রবাসে বাংলাদেশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এক বিজয়ফুল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছর ডিসেম্বরে বিজয়ফুল কর্মসূচির অংশ হিসেবে ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেটের বঙ্গবন্ধু কর্নার প্রাঙ্গণে আড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজয়ফুল উদযাপন কমিটি, শিকড় সাংস্কৃতিক সংগঠন, মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ইতালির সহযোগিতায় এই বিজয়ফুল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয় দিবসে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।

কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার।

অনুষ্ঠানে কনসাল জেনারেলের বাণীসহ বিজয় দিবসের বিভিন্ন লেখা নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়। এ সময় কনসাল জেনারেল বিজয়ফুল পড়িয়ে কর্মসূচির শুভসূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম কনসাল সাববির আহমেদ, ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে প্রবাসে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধা নূর মোহাম্মদ।

মিলানে বিজয়ফুল কর্মসূচির তত্ত্বাবধায়ক ছিলেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়ক ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির উপদেষ্টা তুহিন মাহমুদ।

আয়োজকরা জানিয়েছেন, বিজয়ফুল কর্মসূচির মাধ্যমে প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরিচয় এবং তার তাৎপর্য তুলে ধরাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

শেয়ারনিউজ, ২৫ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে