ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা

২০২৩ ডিসেম্বর ২৪ ২২:৫৬:৩৫
মালয়েশিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দাতো আব্দুল রউফ লিটন। সভার সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক ও সহ-সভাপতি রানা কাজী।

সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা। প্রধান বক্তা ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসীম উদ্দিন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা, বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে প্রবাসীসহ তাদের আত্মীয় স্বজনদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, মালয়েশিয়া যুবলীগের সদস্য বাবলা মজুমদার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আনিছুল ইসলাম, মালয়েশিয়া আওয়ামী লীগের সদস্য মো. সাখাওয়াত হোসেন, মো. লাল্টু বিশ্বাস, যুবলীগ নেতা মো. তরিকুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস আইন বিষয়ক সম্পাদক, জান্নাতুল নাইমা, সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সালমা বেগম, জোনায়েত হোসেন কাজল, মনজুরুল আলম, খোরশেদ, সোরাফ মোল্লা, বছির উদ্দিন, সালমা আক্তার।

শেয়ারনিউজ, ২৪ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে