ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানাল ভারত

২০২৫ ডিসেম্বর ১৯ ২৩:২২:১৪
অবশেষে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাকে ফেরত পাঠানোর বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে ঢাকার রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি দিল্লির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন ওই সংসদীয় কমিটি ভারতের সংসদে একটি প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভারতের জন্য বর্তমানে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, পরিস্থিতি তাৎক্ষণিকভাবে সরাসরি বিশৃঙ্খলা বা নৈরাজ্যের দিকে গড়াবে—এমন আশঙ্কা না থাকলেও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় ভারতকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিষয়ে ভারতের কৌশলগত অবস্থান নতুন করে পর্যালোচনার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তকে ‘মানবিক দৃষ্টিভঙ্গি’ থেকে নেওয়া পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে, সে বিষয়েও বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

এছাড়া প্রতিবেদনে বাংলাদেশের অভ্যন্তরে ‘মৌলবাদী শক্তি’র পুনরুত্থানের সম্ভাবনার বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ঢাকায় চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য উদ্বেগজনক বলেও মন্তব্য করা হয়েছে।

উল্লেখ্য, ‘ফিউচার অব ইন্ডিয়া–বাংলাদেশ রিলেশনশিপ’ শীর্ষক এই প্রতিবেদন এমন এক সময়ে প্রকাশ্যে এলো, যখন ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আবারও টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ সংক্রান্ত তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে