ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ব্লুমবার্গ সূচকে বাংলাদেশের শেয়ারবাজারের ১৬ কোম্পানি

২০২৫ ডিসেম্বর ১৯ ২২:১০:৫০
ব্লুমবার্গ সূচকে বাংলাদেশের শেয়ারবাজারের ১৬ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: এক দশক আগে বাংলাদেশের করপোরেট খাতে টেকসই উন্নয়ন বা স্থায়িত্বের ধারণাটি কেবল হাতেগোনা কয়েকটি বহুজাতিক ও গুটিকয়েক স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং সুশাসনের গুরুত্ব বেড়ে যাওয়ায় বর্তমানে বাংলাদেশের কোম্পানিগুলোও দ্রুত এই ধারায় যুক্ত হচ্ছে। বিনিয়োগ-তথ্য সরবরাহকারী বৈশ্বিক প্রতিষ্ঠান ব্লুমবার্গ-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোট ১৬টি তালিকাভুক্ত কোম্পানি এখন ইএসজি (পরিবেশ, সামাজিক ও সুশাসন) রেটিংপ্রাপ্ত এলিট ক্লাবে জায়গা করে নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৩ সালে বাংলাদেশের মাত্র ৭টি কোম্পানি ব্লুমবার্গের এই তালিকায় ছিল। ২০২৪ সালে সংখ্যাটি ১০-এ পৌঁছালেও ২০২৫ সালে এসে এক লাফে ১৬টি কোম্পানি এই বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। নতুন করে এই তালিকায় যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো— লিন্ডে বাংলাদেশ, রেকিট বেনকিজার, সিঙ্গার বাংলাদেশ, হেইডেলবার্গ মেটেরিয়ালস, রবি আজিয়াটা, সিটি ব্যাংক, আইডিসিএল ফাইন্যান্স, গ্রামীণফোন, বিএসআরএম, বিএটি বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

। এই প্রতিষ্ঠানগুলো কেবল তালিকায় যুক্তই হয়নি, বরং এদের অনেকের ইএসজি স্কোর আগের কোম্পানিগুলোর তুলনায় অনেক বেশি।

বহুজাতিক কোম্পানিগুলোর আধিপত্য ব্লুমবার্গের ১০-এর মধ্যে ৬.১৬ স্কোর নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে লিন্ডে বাংলাদেশ। বিশেষ করে পরিবেশগত মানদণ্ডে ৫.০৯ স্কোর নিয়ে তারা অভাবনীয় সাফল্য দেখিয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রেকিট বেনকিজার বাংলাদেশ ৬.১১ স্কোর অর্জন করেছে, যার সুশাসন মানদণ্ডে স্কোর ছিল সর্বোচ্চ ৭.৪৬। অন্যদিকে, সামাজিক মানদণ্ডে ৮.৯২ স্কোর পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ। নতুন যুক্ত হওয়া হেইডেলবার্গ মেটেরিয়ালস ৪.৮৪ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।

আর্থিক ও টেলিকম খাতের চিত্র আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে ব্র্যাক ব্যাংক। ৩.৯৯ স্কোর নিয়ে তারা সামগ্রিক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। সিটি ব্যাংক ৩.২৮ স্কোর নিয়ে ষষ্ঠ এবং আইডিসিএল ফাইন্যান্স ৩.২৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে। টেলিকম খাতে দীর্ঘদিনের ইএসজি নেতা গ্রামীণফোনকে টপকে গেছে রবি আজিয়াটা।

উন্নতি করেও পিছিয়ে যারা ইস্পাত খাতের জায়ান্ট বিএসআরএম ২.২২ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে বিএটি বাংলাদেশ (১২তম), মারিকো বাংলাদেশ (১৩তম), এমজেএল বাংলাদেশ (১৪তম) এবং ওয়ালটন হাই-টেক (১৫তম) আগের তুলনায় তাদের স্কোরের উন্নতি করেছে। দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস তাদের স্কোর বাড়িয়ে ১.২২ করলেও তালিকার তলানিতে অবস্থান করছে।

আঞ্চলিক তুলনা ও ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশের এই অগ্রগতি উল্লেখযোগ্য হলেও আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা এখনো কিছুটা পিছিয়ে। ব্লুমবার্গের তথ্যমতে, ভারতে ৬৮০টি, ইন্দোনেশিয়ায় ২০৫টি এবং পাকিস্তানে ৭৪টি ইএসজি রেটিংপ্রাপ্ত কোম্পানি রয়েছে। তবে বাংলাদেশের রপ্তানি খাতের বিশেষ করে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির আধিপত্য বৈশ্বিক বিনিয়োগকারীদের নজর কাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্লুমবার্গের মতো প্ল্যাটফর্মে দেশি কোম্পানিগুলোর স্বচ্ছতা ও টেকসই চর্চা নিয়মিত প্রকাশিত হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে