ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ

২০২৫ ডিসেম্বর ১৯ ২০:২৩:৪০
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে যা বললেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া–এর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, টানা এক মাস চিকিৎসাধীন থাকার পর গত কয়েক সপ্তাহের তুলনায় এখন সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা বেশ ভালো পর্যায়ে রয়েছে। আজও তাঁর একটি ছোট অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এর সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটের একটি বিশেষ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন, যেখানে আইসিইউ–সংক্রান্ত সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে। সে অর্থে বলা যায়, তিনি আইসিইউ পর্যায়ের পূর্ণ চিকিৎসা সুবিধার মধ্যেই আছেন।

চিকিৎসক জানান, আজকের অস্ত্রোপচার তিনি ভালোভাবেই গ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ, এতে তাঁর শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। বরং চিকিৎসা কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।

ডা. জাহিদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নেতা-কর্মী এবং খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে