ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

'ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'

২০২৫ ডিসেম্বর ১৯ ১৬:৩৩:০৩
'ছায়ানটে হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে'

নিজস্ব প্রতিবেদক: ছায়ানটে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত প্রত্যেককে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে হামলার শিকার ছায়ানট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

ফারুকী বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গড়ার স্বপ্ন যখন আমরা দেখছি, ঠিক তখনই একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা চরম নিন্দনীয়। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করছে এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, এই হামলার ফলে ছায়ানটের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। অথচ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এবং সরকারের কাছ থেকে কোনো তহবিল গ্রহণ করে না। এমন একটি স্বনির্ভর সাংস্কৃতিক সংগঠনে হামলা আরও দুঃখজনক।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে সরকারের অবস্থানের কথা জানিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, ছায়ানট কর্তৃপক্ষ যদি ক্ষয়ক্ষতির তালিকা সরকারকে জানায়, তাহলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও কেবিনেট বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক সমাজ গড়া—যেখানে বিভিন্ন মত, রুচি ও সংস্কৃতির মানুষ একসঙ্গে সহাবস্থান করবে। গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয়, বরং মতভিন্নতার মধ্যেও সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করা।

ফারুকী বলেন, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সব শ্রেণি ও মতের মানুষের জন্য জায়গা রাখতে হবে। হয়তো অনেক বিষয়ে মতানৈক্য থাকবে, তবুও একসঙ্গে বসে কথা বলার পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি জানান, ছায়ানটের সদস্যদের সঙ্গে কথা হয়েছে এবং তারা দুই থেকে তিন দিনের মধ্যে মোট ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক হিসাব প্রস্তুত করতে পারবেন।

এই হামলার পেছনে উদ্দেশ্য নিয়েও মন্তব্য করেন ফারুকী। তিনি বলেন, এটি কোনো প্রতিবাদের ঘটনা নয়; বরং নির্বাচন প্রক্রিয়া ও গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে। যারা একই দিনে ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানটে হামলা করেছে, তারা বাংলাদেশের মঙ্গল চায় না।

তিনি আরও বলেন, যারা সত্যিকার অর্থে হাদিকে ভালোবাসে, তারা শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করেছে। আর যারা সহিংসতায় জড়িয়েছে, তাদের পরিচয় আমাদের জানা আছে এবং খুব শিগগিরই তারা আইনের মুখোমুখি হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে