ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইউক্রেনকে আরও ১০৫ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ইইউ

২০২৫ ডিসেম্বর ১৯ ১২:১৪:৪২
ইউক্রেনকে আরও ১০৫ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষা ও অর্থনৈতিক প্রয়োজন মেটাতে আগামী দুই বছরের জন্য বড় অঙ্কের সুদহীন ঋণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা শুক্রবার ভোরে এই ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে নেতারা রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ইউক্রেনের তহবিল যোগান দেয়ার সিদ্ধান্ত নেন। কূটনীতিকদের ভাষ্যমতে, বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে নানা আইনি ও রাজনৈতিক জটিলতা কাটানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কস্তা লিখেছেন, ‘চুক্তি সম্পন্ন। ২০২৬–২৭ সালের জন্য ইউক্রেনকে প্রায় ১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া চূড়ান্ত হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা রেখেছি।’

ঋণের উৎস সরাসরি পুঁজিবাজার এবং ইইউ বাজেটের ওপর নির্ভর করবে। তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ ব্যবহারের সম্ভাবনা নিয়ে এখনো ইইউ পার্লামেন্ট ও সরকারগুলোর মধ্যে আলোচনা চলছে। হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের ওপর কোনো আর্থিক দায় চাপানো হয়নি, কারণ তারা এই অর্থায়নে অংশ নিতে রাজি হয়নি।

শর্ত অনুযায়ী, ইউক্রেন এই ঋণ শোধ করবে শুধুমাত্র মস্কোর কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বা ‘ওয়ার রিপারেশন’ প্রাপ্ত হলে। প্রয়োজনে সেই সম্পদ থেকে ঋণ শোধের অধিকার ইইউ নিজে রাখছে। বিশ্লেষকরা মনে করেন, এটি ইউক্রেনের জন্য দুই বছরের অর্থসংস্থান নিশ্চিত করা হলেও রাজনৈতিক ও আইনি জটিলতা এখনও বজায় আছে।

রাশিয়ার সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রধান বাধা ছিল বেলজিয়াম। দেশটি ক্রেমলিনের সম্ভাব্য আইনি ও আর্থিক পাল্টা প্রতিশোধের ভয়ে সতর্ক ছিল। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্ৎস ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার বৈঠকের আগে সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্কতা প্রকাশ করেছিলেন। তবে পুঁজিবাজার থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্তে ইইউ দেশগুলোর মধ্যে বড় কোনো বিভাজন সৃষ্টি হয়নি।

বিশ্লেষক ক্রিস উইফার মনে করেন, মস্কো বিষয়টিকে ‘আর্থিক যুদ্ধ’ হিসেবে দেখবে এবং সম্ভাব্য কঠোর প্রতিশোধ নেবে। ফলে ইইউ রাষ্ট্রগুলো বিকল্প আর্থিক উৎস খুঁজে ইউক্রেনকে সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে