ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আবারও ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

২০২৫ ডিসেম্বর ১২ ১০:১৮:২৯
আবারও ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর-পূর্বাঞ্চল আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ৬ দশমিক ৭ মাত্রার এই কম্পন স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ৪৪ মিনিটে আঘাত হানে বলে দেশটির আবহাওয়া সংস্থা নিশ্চিত করেছে। গ্রিনিচ মান সময় অনুযায়ী এটি ঘটে ২টা ৪৪ মিনিটে।

আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর কয়েকটি হালকা আফটারশকও অনুভূত হয়েছে, যা স্থানীয়দের আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।

কম্পনের পরই পূর্ব জাপানের উপকূলীয় এলাকাগুলোতে ‘সুনামি অ্যাডভাইজরি’ জারি করা হয়। সংস্থা জানায়, সাগরে ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে—তাই উপকূলবাসীকে সতর্ক থাকার পাশাপাশি বিপজ্জনক অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর মাত্র কয়েক দিন আগেই একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি তীব্র ভূমিকম্প আঘাত হানে, যাতে বহু মানুষ আহত হন। সর্বশেষ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কে এখনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে