ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খুব শিগগির দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

২০২৫ ডিসেম্বর ১১ ১৪:১৩:৪৬
খুব শিগগির দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের নেতাকর্মীদের সেই দিনটির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যেদিন আমাদের নেতা দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এ কথাটি মনে রাখবেন। ইনশাআল্লাহ, আমরা সেই দিনে দেশের রাজনৈতিক চেহারা বদলে দিতে চাই।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে বিএনপির বিভাগের সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা অংশগ্রহণ করেন।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আমাদের নেতার (তারেক রহমানের) চিন্তা-ভাবনাকে বাস্তবায়িত করতে হবে। তাই আমরা সকল নেতাকর্মীকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।”

তিনি আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে পূর্ণ জয়লাভ করতে হবে। তিনি বলেন, “অনেক বাধা-বিপত্তি আসবে, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলতে থাকবে। তবে সবকিছু অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কখনো পরাজিত হয়নি, হবে না। এটি জনগণের দল এবং মুক্তিযুদ্ধের দল।”

বিএনপি মহাসচিব বলেন, দলের সাফল্যের মূল চাবিকাঠি হলো শক্তিশালী ঐক্য ও জাতীয়তাবাদী দর্শন। অন্য কোনো উপায় এককভাবে দলের জয় নিশ্চিত করতে পারবে না।

তিনি বলেন, “আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে নতুন নেতৃত্বের পথ তৈরি হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ এসেছে, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান।”

মির্জা ফখরুল বলেন, “দেশকে পেছনে টানতে চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে লড়তে হবে। নেতাকর্মীদের শক্তিশালী মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে এবং তাদের ভোট কেন্দ্রে আনতে হবে।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে