ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

হিমাদ্রির ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ড বাতিল

২০২৫ ডিসেম্বর ১১ ০০:৪৫:৩৩
হিমাদ্রির ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হিমাদ্রি লিমিটেডের ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ড প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণীতে নিরীক্ষকদের শর্তযুক্ত মতামত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা কোম্পানির তথ্য অনুসারে, প্রস্তাবিত বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে পরিশোধিত পুঁজি বাড়ানোর বিষয়ে কমিশন "সম্মতি জানাতে প্রস্তুত নয়" বলে জানিয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাবে হিমাদ্রির অবাস্তব সম্পদ, করের দায় এবং মূলধন রিজার্ভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএসইসি, যা এত বড় আকারের বোনাস ডিভিডেন্ড ঘোষণার উপযুক্ততা নিয়ে সন্দেহ তৈরি করেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০০ শতাংশ বোনাস ডিভিডেন্ডের পাশাপাশি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছিল।

২০২৪-২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৮১ পয়সা জানিয়েছে, যা আগের বছরে ছিল ৩ টাকা ৪২ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) আগের বছরের ৫২২ টাকা ১৯ পয়সার তুলনায় সামান্য বেড়ে ৫২২ টাকা ৮৭ পয়সায় দাঁড়িয়েছে। তবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১ টাকা ৭০ পয়সা ঋণাত্মক হয়েছে।

হিমাদ্রির আগ্রাসী শেয়ার-মূলধন বৃদ্ধির বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মধ্যেই এই প্রত্যাখ্যানের ঘটনা ঘটল। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি বিশাল ২৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা এর শেয়ারের সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। ওই ডিভিডেন্ড ঘোষণার আগে, হিমাদ্রির শেয়ারের দাম ৭ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল। রেকর্ড ডেট এবং পরবর্তী মূল্য সমন্বয়ের পর শেয়ারটির দাম প্রায় ২ হাজার ১৬৮ টাকায় নেমে আসে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে