ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তফসিল ঘোষণার পর দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

২০২৫ ডিসেম্বর ১০ ১৯:৩৭:০০
তফসিল ঘোষণার পর দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেছেন। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণ করেন। তবে তাঁদের এই পদত্যাগপত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কার্যকর হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

শফিকুল আলম জানান, উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নির্বাচনের তফসিল ঘোষণার মুহূর্ত থেকেই তাঁদের পদত্যাগ কার্যকর হবে। তিনি পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে