ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইসলামী ব্যাংকের ৪২তম এজিএম অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ১১ ১৯:৫৯:৫৭
ইসলামী ব্যাংকের ৪২তম এজিএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটির ২০২৪ সালের আর্থিক বিবরণী অর্থাৎ ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

সভাপতির ভাষণে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, বিগত বছরগুলোতে দেশের শীর্ষ এই ব্যাংকটি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং একটি গোষ্ঠী ব্যাংকটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। তবে, ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করে।

তিনি বলেন, ২ কোটি ৫ লাখ গ্রাহক ও সাধারণ মানুষের আস্থার কারণেই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের সকল দায় পরিশোধ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক গ্রাহকদের আস্থার প্রতীক। জুলাই বিপ্লবের পরে এ ব্যাংকটিকে পুনরুদ্ধার ও গ্রাহকস্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিচালকবৃন্দকে নিয়োগ দিয়েছে।

তিনি জানান, পরিচালকবৃন্দ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান এ ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য গ্রাহক ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা এবং অনুপ্রেরণা দেয়ার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

সভায় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমানসহ শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে