ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ার কারসাজি, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা

২০২৫ ডিসেম্বর ১১ ১২:৩১:৩৭
শেয়ার কারসাজি, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাড়ে ৪ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: মিডল্যান্ড ব্যাংক পিএলসির শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ৫১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করে।

বিএসইসির তথ্য অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ২০২৪ সালের ১৩ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেনের গতিবিধি পর্যালোচনা করে। তদন্তে উঠে আসে—১৩ ফেব্রুয়ারি লেনদেন শুরুর সময় মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর ছিল ১২ টাকা ৪০ পয়সা, আর ২৩ সেপ্টেম্বর লেনদেন শেষে তা দাঁড়ায় ২৭ টাকা ৬০ পয়সায়। সাত মাসে শেয়ারদর বৃদ্ধি পায় ১৫ টাকা ২০ পয়সা, যা বৃদ্ধি হার হিসেবে ১২২ দশমিক ৫৮ শতাংশ।

তদন্ত নথি বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে কুয়েস্ট এশিয়া ওভারসিজ, প্রতিষ্ঠানের মালিক আনিছুল ইসলাম এবং তার স্ত্রী নাহার-ই-জান্নাত শেয়ার কেনাবেচায় অস্বাভাবিকভাবে সক্রিয় ছিলেন। তাদের অতিরিক্ত ক্রয়-বিক্রয়ের ফলে বাজারে অপ্রাকৃত চাহিদা সৃষ্টি হয় এবং দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে—যা সিকিউরিটিজ আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। এজন্য কুয়েস্ট এশিয়া ওভারসিজকে ৩ কোটি ৭০ লাখ, আনিছুল ইসলামকে ৮০ লাখ এবং নাহার-ই-জান্নাতকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানায়, অভিযুক্ত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের লেনদেন আচরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯–এর সেকশন ১৭ (ই)(ভি) এর বিধান লঙ্ঘন করেছে। একই অর্ডিন্যান্সের সেকশন ২২ অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ—এ কারণেই কমিশন আর্থিক দণ্ড আরোপ করেছে।

আদেশে আরও বলা হয়েছে, জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে কমিশনে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে সিকিউরিটিজ আইনের আওতায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে