ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আবারও ভারতকে কঠোর শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

২০২৫ ডিসেম্বর ০৯ ১২:০২:১৭
আবারও ভারতকে কঠোর শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তার অভিযোগ, ভারত ও কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় এমন অবস্থান নিতে বাধ্য হচ্ছেন তিনি।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, ভারত থেকে চাল এবং কানাডা থেকে সার আমদানির ওপর তার প্রশাসন কঠোর শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। কারণ, দুই দেশের সঙ্গে দীর্ঘ আলোচনাও কোনো বাস্তব ফল আনতে পারেনি।

ট্রাম্প অভিযোগ করেন, সস্তা কৃষিপণ্য আমদানি যুক্তরাষ্ট্রের কৃষকদের বাজারকে ঝুঁকিতে ফেলছে। দেশীয় উৎপাদকদের বাঁচাতে তিনি শুল্ককে “জোরালো অস্ত্র” হিসেবে ব্যবহারের ঘোষণা দেন। তিনি জানান, মার্কিন কৃষকদের দুরবস্থা কাটাতে সরকার ১২ বিলিয়ন ডলার সহায়তা দেবে, যা বাণিজ্য অংশীদারদের কাছ থেকে আদায় করা শুল্ক রাজস্ব থেকেই আসবে।

ট্রাম্প বলেন, বহু দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের বাজারকে এমনভাবে ব্যবহার করেছে, যা “গ্রহণযোগ্য নয়।” বিপুল পরিমাণ বিদেশি পণ্য প্রবেশের ফলে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও জানান, আগের প্রশাসনের রেখে যাওয়া মুদ্রাস্ফীতি, পণ্যের দাম কমে যাওয়া এবং দীর্ঘদিন ধরে কৃষি অর্থনীতির দুর্বলতা এসব মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ জরুরি। “কৃষকরাই দেশের প্রকৃত শক্তি” উল্লেখ করে তিনি দাবি করেন, উচ্চ শুল্ক ছাড়া কৃষিকে পুনরুদ্ধার করা সম্ভব নয়।

আলোচনার একপর্যায়ে চাল আমদানির প্রসঙ্গ উঠলে ভারতকে প্রধান উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। লুইজিয়ানার এক উৎপাদক অভিযোগ করেন, ভারতীয় চাল দক্ষিণাঞ্চলের কৃষকদের বাজার ধ্বংস করে দিচ্ছে। এমনকি মার্কিন বাজারে বিক্রি হওয়া সবচেয়ে বড় দুইটি চালের ব্র্যান্ডও ভারতীয় কোম্পানির মালিকানাধীন বলে উল্লেখ করা হয়।

এই তথ্য শোনার পর ট্রাম্প বলেন, “বিষয়টি আমরা দেখছি। শুল্ক আরোপ করা হলে দুই মিনিটেই সমস্যার সমাধান হয়ে যাবে।” তিনি আরও দাবি করেন, ভারত কৃত্রিমভাবে দাম কমিয়ে বাজার দখল করছে যা চলতে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের কৃষি বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাসমতি চাল, চালজাত খাবার, মশলা ও সামুদ্রিক খাদ্য এসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ভারত। তবে ট্রাম্পের নতুন শুল্ক হুমকি এই বর্ধমান বাণিজ্য সম্পর্ককে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে