ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এনসিপির মনোনয়ন পেল জাতীয় পার্টির বর্তমান উপদেষ্টা

২০২৫ ডিসেম্বর ১১ ১০:৫৬:৪৫
এনসিপির মনোনয়ন পেল জাতীয় পার্টির বর্তমান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৭ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির বর্তমান উপদেষ্টা তারেক এ আদেল।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রথম ধাপের প্রার্থী তালিকা প্রকাশ করে এনসিপি। প্রকাশিত ১২৫ সদস্যের তালিকায় ঢাকা-৭ আসনের জন্য তারেক এ আদেলের নাম অন্তর্ভুক্ত করা হয়।

যদিও জাতীয় পার্টির অফিসিয়াল ওয়েবসাইটে এখনো তাকে দলের উপদেষ্টা হিসেবেই দেখানো হচ্ছে। সাইটে তার নাম ও ছবি অপরিবর্তিত রয়েছে এবং পদবিও উপদেষ্টা হিসেবে উল্লেখ আছে।

মনোনয়ন ঘোষণার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “মনোনয়নপত্র গ্রহণের কাজ শেষ হয়েছে। আজ যাদের নাম প্রকাশ করা হলো—তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজন হলে প্রার্থিতা বাতিল করা হবে।”

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, “আমরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা রাজনৈতিকভাবে বিতর্কিত কাউকে সংসদে পাঠাতে চাই না। আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির বিতর্কিত নেতাদের আমরা গ্রহণ করব না। তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে মনোনয়ন বাতিল হবে।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “দলের যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বা এখনো দেওয়া হয়নি—প্রয়োজনে সব জায়গাতেই পরিবর্তন আনা হতে পারে। কোনো প্রার্থী সম্পর্কে অভিযোগ উঠলে কিংবা আরও যোগ্য প্রার্থী পাওয়া গেলে বর্তমান মনোনয়ন বাতিল করা হবে।”

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে