ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিয়ে নিবন্ধন ডিজিটালাইজেশনে হাইকোর্টের নির্দেশ

২০২৫ ডিসেম্বর ১১ ১২:১৯:১৭
বিয়ে নিবন্ধন ডিজিটালাইজেশনে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বিয়ে ও তালাকের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিক যাতে এই ডিজিটাল সেবার সুফল পেতে পারে, তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন।

রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। তার সঙ্গে আরও শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট তানজিলা রহমান।

এর আগে ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধনের ডিজিটালাইজেশন সংক্রান্ত জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। এরপর আজ রায় ঘোষণার জন্য দিন নির্ধারণ ছিল।

২০২১ সালের ৪ মার্চ চারজন ভুক্তভোগীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এই রিট দায়ের করেন। রিটে উল্লেখ করা হয়, বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল করা হলে প্রতারণা রোধ, নথির নিরাপত্তা এবং পারিবারিক সম্মান রক্ষা—সবই আরও কার্যকরভাবে নিশ্চিত হবে।

রিটের ভিত্তিতে একই বছরের ২২ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ রুল জারি করেন। ওই রুলে প্রশ্ন করা হয়—কেন বিয়ে ও তালাক নিবন্ধনের জন্য একটি কেন্দ্রীয় ওয়েবভিত্তিক ব্যবস্থা তৈরি করা হবে না। দীর্ঘ শুনানি শেষে আজ সেই রুলের ওপর চূড়ান্ত রায় ঘোষণা করল হাইকোর্ট।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে