ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

টিউলিপের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক

২০২৫ ডিসেম্বর ১১ ১৭:০৪:২৬
টিউলিপের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) গুলশানের একটি প্লট অবৈধভাবে হস্তান্তর ও ফ্ল্যাট গ্রহণ সংক্রান্ত মামলায় শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংস্থার প্রধান কার্যালয় থেকে তাদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। তবে এজাহারভুক্ত রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামানের নাম আপিল প্রক্রিয়ার কারণে আপাতত চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। সহকারী পরিচালক এ কে এম মুর্তজা আলী সাগর শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করবেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৩ সালে তৎকালীন বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে গুলশানে একটি ১ বিঘা ১৯ কাঠা ১৩ ছটাকের প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। সরকারি চুক্তি অনুযায়ী, ৯৯ বছরের মধ্যে প্লট হস্তান্তর বা বিক্রি করা নিষিদ্ধ। এরপর ১৯৭৩ সালে ওই প্লট মো. মজিবুর রহমান ভূঁইয়ার মাধ্যমে হস্তান্তর করা হয় এবং পরে এটি ভাগ হয়ে বিক্রি হয়।

মামলার তদন্তে প্রমাণ পাওয়া গেছে, রাজউকের সাবেক সংশ্লিষ্ট আইন উপদেষ্টারা প্লট অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে হস্তান্তরের অনুমোদন দেন। এর বিনিময়ে টিউলিপ রিজওয়ান সিদ্দিক বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেন। ফ্ল্যাটটি বর্তমানে তার নামে নামজারি রয়েছে এবং তিনি হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেছেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০বি/৪০৯/১৬১/১৬২/১৬৩/১৬৪/১৬৫(ক)/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। মামলার তদন্ত চলাকালে দুদক বিভিন্নবার তলব ও নোটিশ পাঠিয়েছে।

আগের প্রমাণ ও মামলার পরিপ্রেক্ষিতে আদালত পূর্বাচলের ৬০ কাঠা প্লট দুর্নীতি মামলায় টিউলিপসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং অন্যান্য কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে