ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

২২ ঘণ্টা পেরোলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

২০২৫ ডিসেম্বর ১১ ১২:১০:৩২
২২ ঘণ্টা পেরোলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চলছে। টানা ২২ ঘণ্টা পার হলেও এখনো তাকে বের করে আনা সম্ভব হয়নি। ঘটনাটি স্থানীয়দের মাঝে উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে।

মাত্র ৮ ইঞ্চি ব্যাসের অতি সরু গর্ত দিয়ে শিশুটি প্রায় ৩৫ ফুট নিচে নেমে যায়। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার পর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাজিদের বাবা রাকিবুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, শিশুটি খেলতে খেলতে ঘটনাস্থলের দিকেই চলে যায় এবং হঠাৎই গর্তে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জানান, তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে কিছু মাটি গর্তে ফেলে দেন। এরপর তানোর, রাজশাহী সদর ও চাপাইনবাবগঞ্জ স্টেশনের তিন ইউনিট অভিযান শুরু করে। শিশুটিকে জীবিত রাখার জন্য পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। স্কেভেটরের মাধ্যমে আশপাশ খনন শেষ হলেও উদ্ধার হতে আরও দুই–তিন ঘণ্টা লাগতে পারে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দাদের মতে, এক বছর আগে কছির উদ্দিন নামে এক ব্যক্তি তার জমিতে সেচের জন্য সেমিডিপ টিউবওয়েল বসাতে গিয়ে ৩৫ ফুট পর্যন্ত বোরিং করেও পানি না পেয়ে কাজ বন্ধ করে দেন। সেই সময় তৈরি হওয়া ৮ ইঞ্চি ব্যাসের গর্তটি বছরের পর বছর খোলা অবস্থায় পড়ে ছিল।

বুধবার দুপুরে শিশুটির মা মাঠ থেকে ধানগাছের খড় আনতে গেলে সাজিদ খেলতে খেলতে ওই গর্তে পড়ে যায়। পরিবার ও প্রতিবেশীরা প্রথমে নিজেরাই উদ্ধার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

এরপর তিনটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে বের করে আনার জন্য অক্সিজেন সরবরাহ, গর্ত প্রশস্ত করা এবং চারপাশ খননসহ সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা হচ্ছে, উদ্ধার কার্যক্রম খুব শিগগিরই সফল হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে