ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় উদ্বোধন হবে আজ

২০২৫ ডিসেম্বর ১১ ১৩:৪৫:৪৪
বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় উদ্বোধন হবে আজ

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের নতুন সচিবালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সুপ্রিম কোর্ট প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে। এর আগে, ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পৃথক সচিবালয় প্রতিষ্ঠার খসড়া অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।

প্রধান বিচারপতির উদ্যোগে বিচার বিভাগের স্বতন্ত্রতা নিশ্চিত করার লক্ষ্যে গত ২৭ অক্টোবর একটি প্রস্তাব আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এতে হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালগুলোর কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য অধ্যাদেশের খসড়া, প্রস্তাবিত সচিবালয়ের অর্গানোগ্রাম এবং রুলস অব বিজনেস ও অ্যালোকেশন অব বিজনেসের সম্ভাব্য সংস্কারের বিস্তারিত পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল।

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নেবে। নতুন সচিবালয় কার্যক্রমের মাধ্যমে আদালতের প্রশাসনিক কাজ আরও স্বচ্ছ, দ্রুত ও স্বতন্ত্রভাবে পরিচালিত হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে