ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

২০২৫ ডিসেম্বর ০৯ ১৩:০৩:৪০
এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক : জাপানের পর এবার ভূমিকম্প আঘাত হেনেছে মিয়ানমারে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টা ২১ মিনিটে ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তথ্য জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

এর মাত্র একদিন আগে, সোমবার ৩.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। অতএব আফটারশকের ঝুঁকি থাকা স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই।

বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত বেশি বিপজ্জনক হতে পারে। কারণ ভূ-কম্পন তরঙ্গ দ্রুত পৃষ্ঠে পৌঁছায় এবং তীব্রতা বেশি হয়। এতে ভবন, সড়ক ও অন্যান্য স্থাপনার ক্ষতির ঝুঁকি বাড়ে।

মিয়ানমার ভূমিকম্প ও সুনামি ঝুঁকিপ্রবণ দেশগুলোর অন্যতম। দেশটি ভারতীয়, ইউরেশীয়, সুন্ডা ও বার্মা—এই চারটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। অ্যান্ডামান স্প্রেডিং সেন্টার থেকে উত্তরদিকে বিস্তৃত প্রায় ১৪০০ কিলোমিটার দীর্ঘ সাগাইং ফল্ট অঞ্চলটির ভূমিকম্প ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

এএনআই জানায়, সাগাইং, মান্দালে, বাগো ও ইয়াঙ্গুন অঞ্চলের ভূমিকম্প ঝুঁকি সবচেয়ে বেশি। এ চার অঞ্চলে বসবাস করে মিয়ানমারের মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ। যদিও ইয়াঙ্গুন ফল্ট লাইন থেকে তুলনামূলক দূরে, তবুও ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। ১৯০৩ সালে বাগোতে আঘাত হানা ৭.০ মাত্রার ভূমিকম্প ইয়াঙ্গুনেও বড় ধরনের ক্ষতি করেছিল।

চলতি বছরের মার্চে ৭.৭ ও ৬.৪ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে মধ্য মিয়ানমারের বড় এলাকা বিধ্বস্ত হয়। সাম্প্রতিক কম মাত্রার ভূমিকম্প হলেও ধারাবাহিক কম্পনের কারণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে মিয়ানমারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

এদিকে সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে জাপানের পূর্ব আওমোরি উপকূলে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় রাত প্রায় ১১টা ১৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর পর আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডো উপকূলে সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে