ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এজিএম এর স্থান পরিবর্তন করেছে বেঙ্গল উইন্ডসর

২০২৫ ডিসেম্বর ১১ ১৬:৪৮:২৪
এজিএম এর স্থান পরিবর্তন করেছে বেঙ্গল উইন্ডসর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস পিএলসি তাদের আসন্ন ২৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান পরিবর্তন করেছে। অনিবার্য কারণে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

পূর্বের ঘোষিত স্থান "বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও, ৯৫/এ, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮" থেকে সভাটি সরিয়ে নতুন করে "বেঙ্গল স্কয়ার, ৪৩৭, তেজগাঁও আই/এ, ঢাকা-১২০৮" স্থানটি নির্ধারণ করা হয়েছে।

তবে কোম্পানিটি স্পষ্ট করে জানিয়েছে যে, এজিএম সংক্রান্ত অন্যান্য সকল তথ্য অপরিবর্তিত থাকবে। এর মধ্যে সভার তারিখ এবং সময় পূর্বঘোষণা অনুযায়ী বহাল থাকবে। অর্থাৎ, শেয়ারহোল্ডারদের শুধুমাত্র নতুন ভেন্যুতে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের জন্য যে ডিভিডেন্ড ঘোষণা করেছিল, সেই ডিভিডেন্ড অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে এই এজিএম অনুষ্ঠিত হবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে