ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

পর পর দুই ভূমিকম্পে কাঁপল সিলেট

২০২৫ ডিসেম্বর ১১ ১০:১২:৫৩
পর পর দুই ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক: মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) গভীর রাতে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে। এর ঠিক পাঁচ মিনিটেরও কম সময় পর, ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে, আবারও কম্পনে দুলে ওঠে সিলেট অঞ্চল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, সিলেটে অনুভূত প্রথম কম্পনের মাত্রা ছিল ৩.৫, আর দ্বিতীয়টির মাত্রা ৩.৩। দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকা। প্রথম ধাক্কার কেন্দ্র ছিল অক্ষাংশ ২৪.৮৩০ এবং দ্রাঘিমাংশ ৯২.১৮০-এ; যার গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের কেন্দ্র চিহ্নিত হয় ২৪.৭৯০ ও ৯২.২১০-এ, গভীরতা ৩০ কিলোমিটার।

এছাড়া সিলেটের ভূমিকম্প দুটি অনুভূত হওয়ার কিছুক্ষণ আগে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে, প্রতিবেশী দেশ মিয়ানমারে ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনটির উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে