ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘অপমানিত’ বোধ করছেন রাষ্ট্রপতি—বলেন রয়টার্সকে

২০২৫ ডিসেম্বর ১২ ০৭:০৯:৪২
‘অপমানিত’ বোধ করছেন রাষ্ট্রপতি—বলেন রয়টার্সকে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফেব্রুয়ারির সংসদ নির্বাচন শেষে মেয়াদের মাঝপথেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে তিনি অপমানিত বোধ করছেন এবং সে কারণেই এ সিদ্ধান্ত নিতে চাইছেন।

রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপতির বাসভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে সাহাবুদ্দিন বলেন, তিনি দায়িত্ব ছাড়তে আগ্রহী এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সাংবিধানিকভাবে নির্ধারিত পদে থাকবেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম গণমাধ্যম সাক্ষাৎকার বলেও প্রতিবেদনে উল্লেখ আছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, গত সাত মাসে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে কোনো বৈঠক করেননি। পাশাপাশি রাষ্ট্রপতির প্রেস বিভাগ অপসারণ এবং সেপ্টেম্বর মাসে বিদেশি মিশনগুলো থেকে তার প্রতিকৃতি নামিয়ে ফেলার ঘটনাকে তিনি চরম অবমাননা হিসেবে দেখছেন।

রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এক রাতে দূতাবাস ও কনস্যুলেটে টানানো ছবি সরিয়ে ফেলা হয়েছিল, যা জনগণের কাছে ভুল বার্তা পৌঁছে দেয়—যেন তাকে পদচ্যুত করা হতে পারে। এ বিষয়ে তিনি ইউনূসকে চিঠিও লিখেছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তার ভাষায়, “আমার কণ্ঠ রোধ করা হয়েছে।”

রয়টার্স জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয় রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি নিয়মিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে যোগাযোগ রাখছেন।

প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও পদটি মূলত আনুষ্ঠানিক। তবে ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে সংসদ বিলুপ্তির পর তিনিই একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্বে থাকেন। ৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। দলটি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে পারছে না।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে