ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

সেনা সদস্যদের নিয়ে বড় সিদ্ধান্ত স্পষ্ট করলেন প্রেস সচিব

২০২৫ অক্টোবর ১২ ১১:৪৬:০০
সেনা সদস্যদের নিয়ে বড় সিদ্ধান্ত স্পষ্ট করলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT) আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে—এমন গুজবকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১১ অক্টোবর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন,“আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, আর কোনো প্রতিরক্ষা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।”

শফিকুল আলম আরও বলেন,“এই ধরনের বিভ্রান্তিকর তথ্যের মূল উদ্দেশ্য হলো জনগণের মধ্যে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর ভেতরে বিভেদ সৃষ্টি করা।”

তিনি অভিযোগ করেন,“আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব গুজব ছড়ানো হচ্ছে।”

একই স্ট্যাটাসে প্রেস সচিব ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) বিলুপ্ত করার পরিকল্পনার গুজবও সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি জানান,“সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। বরং সংস্থাটির কার্যক্রমকে আরও কার্যকর করতে ট্রান্সবর্ডার ও এক্সটার্নাল গোয়েন্দা তৎপরতার দিকে জোর দেওয়ার পরিকল্পনা চলছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে