ঢাকা, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
Sharenews24

ট্রাম্প আমলে শেয়ারবাজারে সবচেয়ে বড় পতন

২০২৫ অক্টোবর ১২ ১১:৩৭:২৮
ট্রাম্প আমলে শেয়ারবাজারে সবচেয়ে বড় পতন

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছে ট্রাম্প আমলের সবচেয়ে বড় ধস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল এবং নতুন করে শুল্ক আরোপের হুমকির পরই ওয়াল স্ট্রিটে এই ঐতিহাসিক পতন ঘটে।

এক নজরে মার্কিন বাজারে পতন:

ডাও জোন্স সূচক: কমেছে প্রায় ৯০০ পয়েন্ট (২.৪%)

নাসডাক সূচক: পতন ৩.৫%-এর বেশি

এসঅ্যান্ডপি ৫০০ সূচক: হ্রাস ২.৫%

কোয়ালকমের শেয়ার: কমেছে প্রায় ৭%

শুক্রবার দিন শেষে ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো এপ্রিল মাসের পর সবচেয়ে বড় ধসের মুখে পড়ে। সপ্তাহজুড়ে যেসব মুনাফা হয়েছিল, তার সবই মুছে যায় একদিনে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে, এই পতনের প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা আবারও চরমে পৌঁছানো।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, অ্যাপেক সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন তিনি। পাশাপাশি, আমদানি করা চীনা পণ্যের ওপর "বৃহৎ মাত্রার শুল্ক" আরোপের হুমকি দেন।

ট্রাম্পের এই ঘোষণার পরই বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দেয়, যার প্রভাব পড়ে বৈশ্বিক শেয়ারবাজারেও।

বিশ্লেষকরা বলছেন, এই ধস শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করতে পারে। বাণিজ্যযুদ্ধ পুনরায় শুরু হলে এর নেতিবাচক প্রভাব পড়বে পণ্যের দাম, আমদানি-রপ্তানি এবং সাধারণ ভোক্তার ওপর।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে