ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৪০০ কোটি টাকা দামে হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ 

২০২৫ আগস্ট ২০ ১৩:১৭:৪৬
৪০০ কোটি টাকা দামে হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার রাশিয়া থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার কেনার জন্য ৪২৮ কোটি টাকার চুক্তি করেছিল, যার মধ্যে ২৯৯ কোটি ৬০ লাখ টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টার দুটি দেশে আনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বাংলাদেশ সরকার চুক্তি বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে, আবার চুক্তি মেনে হেলিকপ্টার আনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে।

২০২১ সালের ১৯ নভেম্বর বাংলাদেশ পুলিশ ও রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মধ্যে চুক্তি হয়। চুক্তির আওতায় প্রথম কিস্তিতে ২১৪ কোটি ৬ লাখ ২৪ হাজার ৬৫৮ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ৮৫ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৮৬৩ টাকা পরিশোধ করা হয়। হেলিকপ্টার দুটি পুলিশের এভিয়েশন উইংয়ে যুক্ত হওয়ার কথা ছিল। একটি হেলিকপ্টার তৈরি সম্পন্ন হয়েছে এবং পরীক্ষামূলক উড্ডয়নও হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সব প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনে। তবে বাংলাদেশ সরকার জানার পরও ২০২৪ সাল পর্যন্ত অর্থ পরিশোধ করেছে। এতে করে প্রায় তিনশ কোটি টাকার অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।

বর্তমান সরকার বিষয়টি পর্যালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এড়াতে চুক্তি বাতিলের সিদ্ধান্ত সহজ নয়।

এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকারকে একটি সমন্বিত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিতে হবে, যাতে আর্থিক ক্ষতি কমিয়ে আনা যায় এবং আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখা সম্ভব হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে