ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেপ্তারের দাবি সেই নারীর

২০২৫ আগস্ট ১৮ ২১:৩৯:৫৫
উপদেষ্টা আসিফ মাহমুদের বাবাকে গ্রেপ্তারের দাবি সেই নারীর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে ট্রিপল মার্ডারের ঘটনায় রুমা আক্তার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা মো. বিল্লাল হোসেনের জড়িত থাকার অভিযোগ তুলে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সোমবার রুমা আক্তার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ড ঢাকতে আমার মায়ের বিরুদ্ধে বিভিন্ন মামলার প্রসঙ্গ টানা হচ্ছে। এটি শিমুল চেয়ারম্যানের সহ্য হতো না। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার দিন সকাল ৬টায় শুরু হওয়া এই হত্যাকাণ্ডে পুলিশ সহযোগিতা করতে দেরি করেছে। “আমি ও আমার ছোটবোন প্রায় আড়াই ঘণ্টা ৯৯৯-এ ফোন করেছি, কিন্তু পুলিশ সকাল ৯টার পর এসে পৌঁছেছে। তবে থানার ওসির কারণে আজ বেঁচে আছি,” বলেন রুমা।

রুমা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর মিডিয়ায় যারা বক্তব্য দিয়েছেন তাদের মধ্যে একজন মোস্তফা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, “র‌্যাব কয়েকজন আসামিকে গ্রেপ্তার করলেও অন্যান্যদের গ্রেপ্তার করা হয়নি। প্রশাসন চাইলে ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে ধরতে পারত।”

তিনি জানান, তার মা পূর্বে বিএনপির সঙ্গে যুক্ত থাকায় হত্যা ঢাকতে তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া হয়েছিল। রুমা আক্তার আরও বলেন, “আমার প্রথম দাবি উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করা। শিমুল চেয়ারম্যান ও শরিফদের গ্রেপ্তার করা হলে সব সত্য বেরিয়ে আসবে। কিন্তু তা না করে একটি মিথ্যা মামলা দিয়ে হত্যাকাণ্ডকে ঢাকতে চাওয়া হচ্ছে।”

রুমা আরও জানান, পূর্বে সংবাদ সম্মেলনের কারণে তার বাবাকে হেনস্তা করা হয়েছে এবং প্রশাসন তাদের নিরাপত্তা দিচ্ছে না। “আমরা অসহায়, কোনো দল বা কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা শুধু বিচার চাই,” বলেন তিনি।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে