ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জাতীয় পার্টি নিয়ে হাসিনার ফোনালাপ ফাঁস

২০২৫ আগস্ট ১৮ ২১:২২:০৩
জাতীয় পার্টি নিয়ে হাসিনার ফোনালাপ ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ভারতে পলায়নের পর থেকে শেখ হাসিনার ফোনালাপ ফাঁসের ঘটনা ধারাবাহিকভাবে প্রকাশ পাচ্ছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ১৭ আগস্ট তার ফেসবুক পেজে একটি ফোনালাপের অডিও শেয়ার করেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ আখ্যায়িত করতে শুনেছেন। তিনি বলেন, এই দলটির আর তার কাছে কোনো প্রয়োজন নেই।

ফোনালাপটি গত বছরের জুলাইয়ে ধরা পড়ে, তখন দেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। ৫ মিনিট ২৬ সেকেন্ডের অডিওতে শেখ হাসিনা নানককে নির্দেশ দেন, একটিও ছাড় দেওয়া হবে না। এছাড়া মোহাম্মদপুর ও পল্লবীর পরিস্থিতি নিয়ে আলাপ হয় এবং শেখ হাসিনা জাতীয় পার্টিকে অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন।

এর আগে একইদিনে জাসদের সভাপতি হাসানুল হন ইনুর সঙ্গে শেখ হাসিনার অন্য একটি ফোনালাপ ফাঁস করেন। অডিওতে শেখ হাসিনা এবং ইনু দেশের পরিস্থিতি নিয়ে সমন্বয়, মিছিল প্রতিহত করা ও শিবিরে অভিযান পরিচালনার কৌশল নিয়ে কথা বলছেন। শেখ হাসিনা বলেন, “আমরা রণক্ষেত্রের সাথী,” এবং ইনুর পরামর্শে শিবিরের কার্যক্রমে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে শেখ হাসিনার আরেকটি ফোনালাপও ফাঁস হয়েছে। গত এক বছরে তার হাফ ডজনের বেশি ফোনালাপ প্রকাশিত হয়েছে, যা আলোচনায় এসেছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে