ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শর্তসাপেক্ষে কালীন ছুটি দেওয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা

২০২৫ আগস্ট ১৮ ২০:১০:০৯
শর্তসাপেক্ষে কালীন ছুটি দেওয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার প্রস্তাব করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তবে এ জন্য তিনটি শর্ত পূরণের কথা জানিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও আলোচনায় আছে। বাবারা যদি সন্তানের সঙ্গে সময় দেন, সন্তানের যত্নে সমানভাবে অংশ নেন এবং মায়ের সেবায় ভূমিকা রাখেন, তাহলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে। এজন্য লিখিতভাবে এসব শর্ত মানতে হবে।”

বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) সহযোগিতায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ কর্মশালার আয়োজন করে। এবারের প্রতিপাদ্য— “মাতৃদুগ্ধ পানকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক পরিবেশ গড়ে তুলুন।”

নুরজাহান বেগম আরও বলেন, গুঁড়া দুধের প্রচারণার বদলে মাতৃদুগ্ধের ওপর জোর দিতে হবে এবং এ বিষয়ে সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে। “সব দায় চিকিৎসকদের ওপর চাপিয়ে লাভ নেই। যেখানে ধারণক্ষমতা ২ হাজার ৬০০, সেখানে রোগী আসে ৫ হাজার। এক হিসাবে দেখা গেছে, দেশে ৬৫ শতাংশ ডেলিভারি হয় হাসপাতাল বা ক্লিনিকে এবং ৩৫ শতাংশ বাড়িতে। তাই ধাত্রীদের প্রশিক্ষণ দেওয়া জরুরি।”

তিনি মনে করেন, মাতৃদুগ্ধ বিষয়ক সচেতনতা গড়ে তুলতে শুধু সরকার বা স্বাস্থ্য খাত নয়, এনজিও, ধর্মীয় নেতা, এমনকি মিডিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। “খুতবা, মন্দির বা গির্জার আলোচনায়ও এ বিষয়ে বার্তা দেওয়া যেতে পারে। মিডিয়া আমাদের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে পারে।”

এ সময় তিনি আরও বলেন, “মায়ের স্বাস্থ্য ভালো থাকলে শিশুও ভালো দুধ পাবে। তাই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী বলেন, “মেধাসম্পন্ন জাতি গড়ে তুলতে চাইলে মাতৃদুগ্ধ নিশ্চিত করার বিকল্প নেই।” তিনি জানান, দেশে মাতৃদুগ্ধ খাওয়ানোর হার ৬৫ শতাংশ থেকে কমে ৫৮ শতাংশে নেমে এসেছে।

কর্মশালায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নাজমুল হোসেন, বিবিএফ চেয়ারম্যান ডা. এসকে রায় ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারিয়া তাসনিম।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে