ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে রহস্যভেদ করলেন উপ-প্রেস সচিব

২০২৫ আগস্ট ১৮ ১৬:২৭:৩৯
রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে রহস্যভেদ করলেন উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপ্রধানের (রাষ্ট্রপতির) ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা কোনো সরকারি দফতর বা বিদেশি মিশনে দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন,“সরকারি দফতরে পোর্ট্রেট ব্যবহারের ক্ষেত্রে শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার ‘জিরো পোর্ট্রেট নীতি’ অনুসরণ করছে, যদিও এটি অলিখিত। এরপরও কেউ কেউ নিজ দায়িত্বে রাষ্ট্রপতি বা সরকারের প্রতিনিধির ছবি ব্যবহার করেছেন।”

তিনি আরও বলেন,“ছবি সরানোর কোনো লিখিত নির্দেশনা নেই। তবুও এ বিষয়টি নিয়ে ‘বাজার গরম’ করার চেষ্টা চলছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর রাজনৈতিক উত্তাপ কমে আসছে, তাই এখন ছোট বিষয়কেও বড় করে তোলা হচ্ছে।”

এর আগে, বিদেশে অবস্থিত কয়েকটি বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিস থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। শনিবার (১৬ আগস্ট) রাত থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়।

যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একাধিক কর্মকর্তার দাবি, মন্ত্রিপরিষদ বিভাগের ‘নির্দেশনার আলোকে’ দূতাবাসগুলো এই সিদ্ধান্ত নেয়, যদিও সেই নির্দেশনাও ছিল মৌখিক।

সরকার এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে