ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জনগণের প্রিয় সেই ম্যাজিস্ট্রেট অবশেষে পেলেন মূল্যায়ন

২০২৫ আগস্ট ১৮ ১৬:১৩:৫৮
জনগণের প্রিয় সেই ম্যাজিস্ট্রেট অবশেষে পেলেন মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক: আলোচিত প্রশাসনিক কর্মকর্তা ও র‍্যাবের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

সারোয়ার আলম ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ২০০৮ সালের নভেম্বরে চাকরিতে যোগদানের পর তিনি দীর্ঘ সময় প্রশাসনিক দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজালবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে আলোচনায় আসেন।

২০২১ সালে উপসচিব পদে পদোন্নতির সময় তিনবার বঞ্চিত হন সারোয়ার। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন—“চাকরি জীবনে যেসব কর্মকর্তা অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তারা বেশিরভাগই বঞ্চিত হয়েছেন।”

এই পোস্ট দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে, এবং তার কাছে ব্যাখ্যা তলব করা হয়। তবে তিনি লিখিত ব্যাখ্যা দেননি।

২০২৪ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান এবং ২০২৫ সালে পদায়ন পেলেন সিলেটের জেলা প্রশাসক হিসেবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে