ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

শাকিবকে উদ্দেশ করে বুবলীর বিস্ফোরক বার্তা ভাইরাল

২০২৫ আগস্ট ০৭ ১১:৫৯:৫৬
শাকিবকে উদ্দেশ করে বুবলীর বিস্ফোরক বার্তা ভাইরাল

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনায় শবনম বুবলীর পুরোনো একটি ফেসবুক স্ট্যাটাস। তিন দিন আগে অভিনেত্রী বুবলী অভিনেতা শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করার পর, হঠাৎ করে একটি স্ট্যাটাস নিয়ে আলোচনায় আসেন তিনি, যেখানে লেখা ছিল—‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সঙ্গে মিলে না।’

তবে যাচাই করে দেখা গেছে, এটি বুবলীর দেওয়া নতুন কোনো স্ট্যাটাস নয়। স্ট্যাটাসটি ছিল ২০২৩ সালের ১০ মে তারিখের একটি পুরোনো পোস্ট, যা সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়েছে ফেসবুকে ঢালিউডপ্রেমী কিছু গ্রুপ ও পেজে।

২০২৩ সালে শাকিব খানের এক সাক্ষাৎকারে দেওয়া কিছু মন্তব্যকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছিলেন বুবলী। ওই স্ট্যাটাসে তিনি লেখেন,“আপনি কি সব সময় সজ্ঞানে, নাকি অজ্ঞানেও মাঝে মাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে কেউ কথা বলে? কিছুদিন পরপর হঠাৎ এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছে কী।”

তিনি আরও বলেন,“শেহজাদের (তাদের ছেলে) মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার সন্তানের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।”

বুবলী সেই সময় দাবি করেছিলেন, তাঁরা একসঙ্গে ঈদ উদযাপন করেছেন, ঘুরেছেনও। কিন্তু তার কিছুদিন পরই শাকিব খান গণমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেন, যা বুবলীর কাছে ছিল অত্যন্ত অপ্রীতিকর।

তিনি লিখেছিলেন,“কিছুদিন পরপর আপনি আপনার স্ত্রী (এখনো আমাদের ডিভোর্স হয়নি) এবং সন্তানের মাকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলেন—কেন? এগুলো আর্কাইভে থাকবে, শেহজাদ যখন বড় হবে, সেগুলো দেখে কি ভাববে?”

শাকিব খানকে উদ্দেশ করে তিনি আরও লিখেছিলেন,“ভালো সিনেমা করুন, কিন্তু মনে রাখবেন—সুপারস্টারডাম জীবনের একটি অংশ, পুরো জীবন নয়। নিজের জীবনটা গোছান। শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবেন।”

বর্তমানে শাকিব খান ও বুবলী তাঁদের সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে রয়েছেন। কয়েকদিন আগে তাঁদের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই মাঝে হঠাৎ পুরোনো এই স্ট্যাটাস আবার ঘুরে বেড়াতে শুরু করে, যা ভক্তদের মধ্যে কৌতূহল ও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে