ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

রাগ নিয়ন্ত্রণের দোয়া

২০২৫ আগস্ট ০৭ ১০:৩৮:৫৮
রাগ নিয়ন্ত্রণের দোয়া

নিজস্ব প্রতিবেদক : সুলাইমান ইবনু সুরাদ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপবিষ্ট ছিলাম। তখন দুজন লোক গালাগাল করছিল। তাদের একজনের চেহারা লাল হয়ে গিয়েছিল এবং তার রগগুলো ফুলে গিয়েছিল।

তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি, যদি এ লোকটি তা পড়ে তবে তার রাগ দূর হয়ে যাবে। সে যদি পড়ে—«أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ»

উচ্চারণ : আ‘ঊযু বিল্লাহি মিনাশ্-শাইত্বা-নির রাজীম।

অর্থ : আল্লাহ্‌র নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে।

তাহলে তার রাগ চলে যাবে।(বুখারি, হাদিস : ৩২৮২)

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে