ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

ট্রাম্পকে পাশ কাটিয়ে ভারতের নতুন বন্ধু

২০২৫ আগস্ট ০৭ ১০:৩৭:৪৫
ট্রাম্পকে পাশ কাটিয়ে ভারতের নতুন বন্ধু

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্কনীতির বিরোধিতা করেছে রাশিয়া এবং ভারতের প্রতি সমর্থনের বার্তা দিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো সার্বভৌম দেশের স্বাধীনভাবে বাণিজ্যসঙ্গী নির্বাচনের অধিকার রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “ট্রাম্প প্রশাসনের বিবৃতি আমরা শুনছি, যেগুলো প্রকৃতপক্ষে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। এই অবস্থান বৈধ বা ন্যায্য নয়।”

তিনি আরও বলেন, “বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নির্ধারিত হওয়া উচিত সংশ্লিষ্ট দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী।”

রাশিয়া থেকে তেল আমদানির জেরে ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প, যা কার্যকর হবে ২৭ আগস্ট থেকে। এতে ভারতীয় রপ্তানিকারকদের ওপর মোট ৫০% শুল্ক কার্যকর হবে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে হলে।

যদিও পেসকভ সরাসরি ভারতের নাম উল্লেখ করেননি, তবুও ভারতীয় সংবাদমাধ্যমের মতে, রাশিয়া স্পষ্টভাবে নয়াদিল্লির পাশে অবস্থান নিয়েছে। এরই মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল মস্কো সফরে গেছেন এবং রুশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। যদিও এই সফরটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, শুল্ক চাপের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীন সফরের পরিকল্পনা করছেন। সীমান্ত বিরোধ সত্ত্বেও বাণিজ্যিক স্বার্থে ভারত-চীন সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র।

ট্রাম্পের শুল্কনীতির হুমকির জবাবে ভারত, রাশিয়া এবং চীনের এই কৌশলগত অবস্থান এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে