ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

মশা কোন মানুষদের বেশি কামড়ায়?

২০২৫ মার্চ ২০ ১৬:৪৬:৫৭
মশা কোন মানুষদের বেশি কামড়ায়?

হেলথ ডেস্ক: মশা মানুষদের কামড়ায়। এর মাধ্যমে মানুষের রক্ত শোষণ করে। কিন্তু কখনও কি ভেবেছেন, মশা কাদের বেশি কামড়ায়?

সম্প্রতি বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছেন। তাদের গবেষণায় জানা গেছে, মশা কিছু রক্তের গ্রুপের মানুষ মশাকে বেশি আকৃষ্ট করে, যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রক্তের গ্রুপ ‘O’।

গবেষণা বলছে, যাদের রক্তের গ্রুপ ‘O’, তাদের প্রতি মশার আকর্ষণ সবচেয়ে বেশি। কারণ রক্তের গ্রুপ ‘O’ এর মানুষের শরীরে কিছু নির্দিষ্ট উপাদান থাকে, যা মশাদের জন্য অত্যন্ত লোভনীয়।

রক্তের গ্রুপ ‘A’ এবং ‘B’ এর মানুষের জন্যও কিছু আকর্ষণ সৃষ্টি হতে পারে, তবে তা ‘O’ গ্রুপের তুলনায় অনেক কম। বিজ্ঞানীদের মতে, মশাদের আকর্ষণের মূল কারণ হলো শরীর থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড, ঘামের স্যাল্ট এবং শরীরের তাপমাত্রা। যেহেতু রক্তের গ্রুপ ‘O’ এর মানুষের শরীরে এসব উপাদান অনেক বেশি পরিমাণে থাকে, তাই মশা তাদের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়।

বিশেষজ্ঞরা মশার কামড় থেকে বাঁচতে মশা তাড়ানোর স্প্রে, মশারি, এবং প্রাকৃতিক তেল যেমন ল্যাভেন্ডার ও লেবুগ্রাস তেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

পাশাপাশি, মশাদের প্রজননস্থল ধ্বংস করতে এবং পরিবেশকে পরিষ্কার রাখতে মনযোগী হতে বলা হয়েছে।

আলীম/

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে