ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

হঠাৎ কোটা নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

২০২৫ জুলাই ১৪ ০০:০০:১৬
হঠাৎ কোটা নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান পরিস্থিতিতে কোটা ব্যবস্থা নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল কোটা ব্যবস্থাকে 'সংবিধানবিরোধী ও মেধার প্রতি অন্যায়' বলে অভিহিত করেছেন। তিনি কোটা বাতিলের পক্ষে নিজের অবিচল অবস্থানের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি চলমান আন্দোলনের প্রতিও সমর্থন জানিয়েছেন।্রআজ রোববার (১৩ জুলাই) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত লেখেন, যা দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে ২০১০ সালের একটি ঘটনার কথা উল্লেখ করেন। ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থার কারণে সুযোগবঞ্চিত কয়েকজন মেধাবী শিক্ষার্থী তার বাসায় এসেছিলেন। তাদের সাথে কথা বলার পর তিনি ২৫ জুন ২০১০ সালে 'প্রথম আলো' পত্রিকায় 'কোটা (৫৫) বনাম মেধা (৪৫)' শিরোনামে তার প্রথম কলামটি লেখেন।

তিনি জানান, এই লেখা প্রকাশের আগে একজন শ্রদ্ধেয় আইনজীবীর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছিল। স্থির করা হয়েছিল, কোটা নিয়ে আসিফ নজরুল লিখবেন এবং এরপর বিদ্যমান কোটাব্যবস্থার কিছু অংশ সংবিধানবিরোধী—এই যুক্তিতে সেই আইনজীবী হাইকোর্টে মামলা করবেন। তার লেখাটি ছাপা হওয়ার পর অনলাইনে বিপুল সংখ্যক পাঠকের সমর্থনও পাওয়া যায়।

তবে আসিফ নজরুল আক্ষেপ করে লেখেন, তার লেখা প্রকাশের পর সেই শ্রদ্ধেয় আইনজীবী আর মামলা করতে রাজি হননি। সমাজের প্রগতিশীল হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও, মুক্তিযোদ্ধা কোটা সংবিধানবিরোধী—এটি বললে তাকে 'জামায়াত-শিবির' ভাবা হতে পারে, এমন ভয় তাকে গ্রাস করে। আসিফ নজরুল আরও উল্লেখ করেন যে, তার এই ভয় অমূলক ছিল না। কারণ পরবর্তীতে ২০১৩ সালে কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তাদেরও 'জামায়াত-শিবির' হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

আসিফ নজরুলের এই পোস্ট কোটা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে সামাজিক ও রাজনৈতিক চাপের বিষয়টি পুনরায় সামনে নিয়ে এসেছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে