ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

৩ আগস্ট শহীদ মিনারে এনসিপির চূড়ান্ত হুঁশিয়ারি

২০২৫ জুলাই ১৮ ১৩:৫৯:২৫
৩ আগস্ট শহীদ মিনারে এনসিপির চূড়ান্ত হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে আরেকটি বড় লড়াই আসছে, যেখানে সবাইকে প্রস্তুত থাকতে হবে। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে এই লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সভায় নাহিদ বলেন,“গোপালগঞ্জে আমাদের ওপর হামলা হয়েছে, কিন্তু আরও দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে আমি মুন্সীগঞ্জবাসীর পাশে থাকতে চাই।”

তিনি মুন্সীগঞ্জের নদীভাঙন, অবৈধ বালু দখল ও স্থানীয় অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এবং জনগণকে নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় নাহিদ ইসলাম আরও বলেন:“ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে। আমরা প্রবাসী ভাইবোনদের ভোটাধিকার নিশ্চিত করব। দেশে এখনো প্রকৃত স্বাধীনতা আসেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হলে স্বাধীনতার অর্থ নেই।”

সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস। তিনি বলেন:“ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জ নয়—যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে, সেখানেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন,“দেশের বাইরে বসে যারা হত্যার ষড়যন্ত্র করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। আমি হাসিনার বিচার দেখতে চাই, তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই।”

সভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন:“দেশি-বিদেশি চক্রান্ত চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। নেতা নির্ভর নয়—নীতি নির্ভর রাষ্ট্র গড়তে হবে।”

তিনি ঘোষণা দেন,“আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জমায়েত হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায় করেই ছাড়ব।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে