ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

‘ভাবি-ভাবি’ স্লোগানে মুখর এনসিপির পথসভা

২০২৫ জুলাই ১৮ ১২:৫৭:৫৮
‘ভাবি-ভাবি’ স্লোগানে মুখর এনসিপির পথসভা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। সভায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা খালেদ সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদ সাইফুল্লাহর স্ত্রী ও দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, যিনি নিজেও একজন শিক্ষিত ও পরিচিত মুখ। তাসনীম জারার শ্বশুরবাড়ি রাজবাড়ী জেলায় হওয়ায় স্থানীয়ভাবে তিনি পরিচিত 'জারা ভাবি' হিসেবে।

সভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য শুরুর আগে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে তাসনীম জারাকে উদ্দেশ করে “ভাবি-ভাবি” স্লোগান দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন:“আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি!”

তার আহ্বানে সাড়া দিয়ে সভাস্থল মুহূর্তেই ‘ভাবি-ভাবি’ স্লোগানে মুখর হয়ে ওঠে।

পথসভায় তাসনীম জারা বলেন:“আমি রাজবাড়ীর পুত্রবধূ। মানে, আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী—এখন সেটাই আমার বাড়ি। তাই রাজবাড়ীর সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এই জেলা অনেক সম্ভাবনাময় হলেও নানা দিক থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আমি সত্যিই অভিভূত।”

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে