ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

নতুন নির্দেশনা পেলেন শিক্ষক নিয়োগে উত্তীর্ণ প্রার্থীরা

২০২৫ জুলাই ১৭ ২০:১৯:১০
নতুন নির্দেশনা পেলেন শিক্ষক নিয়োগে উত্তীর্ণ প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের জন্য ই-প্রত্যয়নপত্র (e-Certificate) ডাউনলোড সংক্রান্ত নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের পরিচালক (উপসচিব) আবদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-প্রত্যয়নপত্র সংস্থার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে ই-প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেননি, কিংবা ডাউনলোডের পর হারিয়ে ফেলেছেন বা বিনষ্ট করেছেন, তাদের পুনরায় প্রত্যয়নপত্র উত্তোলনের জন্য আবেদন করতে হবে।

প্রার্থীদের নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি/বাহক/ডাক/কুরিয়ার মারফত এনটিআরসিএ কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদন ফর্ম পাওয়া যাবে:www.ntrca.gov.bd

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে:

সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রের কপি

পূর্বের শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি

সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি

সনদপত্র হারিয়ে গেলে জিডির কপি (নিকটস্থ থানায় দাখিলকৃত)

সচিব, এনটিআরসিএ-এর অনুকূলে ১০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (যেকোনো তফসিলি ব্যাংক থেকে ইস্যুকৃত)

এই নির্দেশনা শুধু ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষকদের জন্য প্রযোজ্য।পুনরায় ই-প্রত্যয়নপত্র উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে