ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
Sharenews24

কাবার ওপর সূর্য, যে রহস্যে তোলপাড় মুসলিম বিশ্ব!

২০২৫ জুলাই ১৮ ১০:১০:২১
কাবার ওপর সূর্য, যে রহস্যে তোলপাড় মুসলিম বিশ্ব!

নিজস্ব প্রতিবেদক : মুসলিম বিশ্বের জন্য এক বিরল ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনার সাক্ষী হলো পবিত্র মক্কা নগরী। সৌদি আরবের কাবা শরিফের ঠিক ওপরে সূর্যের অবস্থান তৈরি করেছে এক অনন্য সুযোগ—বিশ্বজুড়ে মুসলমানরা অত্যন্ত নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে পেরেছেন এই সময়।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১৫ জুলাই, যখন সূর্য মক্কার ভৌগোলিক অবস্থানের ঠিক ওপরে অবস্থান নেয়। ফলে কাবা শরিফ ও আশপাশের বস্তুগুলোর ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।

জ্যোতির্বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘সোলার জেনিথ’ (Solar Zenith) বা ‘সূর্য শীর্ষবিন্দু’ বলে অভিহিত করেন। এটি তখন ঘটে, যখন সূর্য পৃথিবীর নির্দিষ্ট এক স্থানের ঠিক মাথার ওপরে অবস্থান করে।

পৃথিবীর কক্ষপথ ২৩.৫ ডিগ্রি হেলে থাকায় প্রতি বছর দুইবার, সাধারণত মে মাসের শেষ দিকে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে, সূর্য মক্কার অক্ষাংশ (২১.৪° উত্তর) অতিক্রম করে। এই সময়েই সূর্য কাবার ঠিক ওপরে চলে আসে।

এই সময়টিতে পৃথিবীর যেকোনো জায়গা থেকে, যেখানে সূর্য দেখা যায়, সরাসরি সূর্যের দিকে মুখ করলেই কিবলার সঠিক দিক নির্ধারণ করা সম্ভব।

বিনা যন্ত্রপাতিতে, আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়াই এই মহাজাগতিক ঘটনার মাধ্যমে মুসলিমরা ঘরে বসেই নির্ভুল কিবলার দিক শনাক্ত করতে পেরেছেন।

যোহরের সময় ঘটেছে ঘটনাটি: মক্কায় যোহরের নামাজের সময় সূর্য ঠিক কাবার ওপরে থাকায় এই সময়টিকে অনেকেই আধ্যাত্মিক তাৎপর্যময় বলে মনে করেন।

পুরনো ও আধুনিক বিজ্ঞানের সংযোগ: জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, “এটি প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের এক অনন্য মেলবন্ধন, যা ধর্মীয় অনুশীলনে নির্ভুলতা নিশ্চিত করে।”

গবেষণার সুযোগ: এই সময়ে জ্যোতির্বিজ্ঞানীরা সূর্যের আলো, ছায়া, প্রতিফলন এবং বায়ুমণ্ডলীয় আচরণ নিয়ে গবেষণার সুযোগ পান, যা জলবায়ু ও সৌর ক্যালেন্ডার সম্পর্কিত বিশ্লেষণে সহায়ক।

এই সময়টিকে অনেকেই "আকাশ থেকে আসা দিকনির্দেশনা" বলে ব্যাখ্যা করছেন। সূর্য ও কাবার এই সংযোগ যেন মুসলিম উম্মাহকে আবারও কিবলার দিকে তাকানোর আহ্বান জানায়—সঠিক দিক, সঠিক পথে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে