ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

গোপালগঞ্জের বিষয়ে ভারতের মুখপাত্রের স্বীকারোক্তি

২০২৫ জুলাই ১৭ ১৮:৪১:১৬
গোপালগঞ্জের বিষয়ে ভারতের মুখপাত্রের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : ভারত সরকার দাবি করেছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য এখন “অনেক” পরিমাণে ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে।

গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে অনেক বাংলাদেশি নাগরিক চরম দুর্ভোগের মুখোমুখি হন।

তবে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে জানান, “আমরা বাংলাদেশে নিয়মিতভাবে ভিসা দিচ্ছি, বিভিন্ন কারণে ভিসা দেওয়া হচ্ছে এবং সংখ্যাও অনেক।”

তিনি আরও জানান, ভিসা প্রধানত মেডিকেল, জরুরি প্রয়োজনে এবং ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হচ্ছে।

তবে তিনি সাম্প্রতিক মাসগুলোতে কত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

গোপালগঞ্জে বুধবার ঘটে যাওয়া সহিংসতা সম্পর্কে জিজ্ঞাসা করলে রণধীর জয়সওয়াল সরাসরি কোনো মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন, “আমরা আমাদের অঞ্চলের যেকোনো উন্নয়ন পরিস্থিতির প্রতি সতর্ক দৃষ্টি রাখি এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে