ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

বিধ্ব'স্ত রূপে দেখা মিলল টিউলিপ সিদ্দিকির

২০২৫ জুলাই ১৩ ১৯:৩৪:০১
বিধ্ব'স্ত রূপে দেখা মিলল টিউলিপ সিদ্দিকির

নিজস্ব প্রতিবেদক: লন্ডন শহর এখন যেমন বিধ্বস্ত রূপে দেখা যাচ্ছে, তেমনি রাজনৈতিকভাবেও বিপর্যস্ত হয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। কদিন আগেও যুক্তরাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল লেবার পার্টির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও, শেখ হাসিনার পতনের পর তার নামে শুরু হয়েছে বাংলাদেশে আর্থিক দুর্নীতির অভিযোগ। এর ফলে তিনি চাপে পড়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

মন্ত্রিত্ব হারানোর পর থেকে টিউলিপ সিদ্দিকী রাজনৈতিকভাবে কুন্ঠিত এবং দিশেহারা অবস্থায় রয়েছেন। এর মধ্যেই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের খবর পেয়ে সাক্ষাতের জন্য চিঠি পাঠান, কিন্তু প্রধান উপদেষ্টা তার আবেদন প্রত্যাখ্যান করেন। সাক্ষাতের অস্বীকৃতিতে টিউলিপ হতাশা প্রকাশ করেন এবং অভিযোগ করেন, কোন প্রমাণ ছাড়াই তাকে নিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চালানো হচ্ছে।

টিউলিপ সিদ্দিকী ৪২ বছর বয়সে যুক্তরাজ্যের আর্থিক খাতের দুর্নীতি প্রতিরোধে দায়িত্বে ছিলেন। তবে ঢাকায় তার ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। এছাড়া প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে তার বিরুদ্ধে।

বাংলাদেশে আর্থিক অনিয়ম ও যুক্তরাজ্যে রাজনৈতিক চাপে টিউলিপের ভবিষ্যৎ অনিশ্চিত বলে বিশ্লেষকরা মনে করছেন। তিনি জানান, শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশের পরিচয় দিয়ে গর্ব করতেন, কিন্তু এখন কোনো যোগাযোগ নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে এবং মন্ত্রিত্ব ফিরে পেতে টিউলিপ সিদ্দিকী এমন কর্মকাণ্ড করছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে