ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

জিয়ার অবমাননা নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া

২০২৫ জুলাই ১৩ ১৬:৫৯:০১
জিয়ার অবমাননা নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে পাথর মেরে হত্যার ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিনের বেলা ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডে স্তম্ভিত হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা।

ঘটনার নৃশংস ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নানা স্তরের মানুষ বিচার দাবিতে রাস্তায় নামে। এই হত্যাকাণ্ডের জন্য অনেকেই বিএনপিকে দায়ী করে দলটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।

এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তার পুরনো একটি লেখা শেয়ার করে তিনি লেখেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমলে যখনই তাকে ছোট করার চেষ্টা হতো, আমি আমার লেখা দিয়ে তার পক্ষে দাঁড়াতাম।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ বিদায় হয়েছে। কখনো ভাবিনি এরপরও আমাকে আবার এই লেখাটি দিতে হবে।” আসিফ নজরুলের এই মন্তব্য অনেকের মন জয় করেছে এবং রাজনৈতিক উত্তাপের মধ্যে শান্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে