ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

গোপালগঞ্জ হামলা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ জুলাই ১৭ ১৬:১৬:৪২
গোপালগঞ্জ হামলা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “অপরাধীদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জের ঘটনার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কিছু তথ্য ছিল ঠিকই, তবে "এত বড় আকারে কিছু ঘটবে, সেটা পূর্বাভাস ছিল না।"

এনসিপি নেতাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই এ হামলা ঘটেছে—এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই বিষয়ে যার যা মত, সে সেটা দেবে। আপনারাও তো অনেক কিছু বলতে পারেন।”

তিনি আরও জানান, গোপালগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিশেষে তিনি জোর দিয়ে বলেন, “যারা অন্যায় করেছে, তাদের কাউকে ছাড়া দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে