ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

গোপালগঞ্জ হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য উমামা ফাতেমার

২০২৫ জুলাই ১৬ ১৮:৪০:৩৫
গোপালগঞ্জ হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য উমামা ফাতেমার

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাবকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন এবং এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

উমামা ফাতেমা বলেন, এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন এবং তিনি তাদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা প্রত্যাশা করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "জুলাই থেকে জুলাই এ আসতেই রাজনৈতিক ঐক্যবদ্ধতা নাই হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক এজেন্ডায় বিভক্ত না হয়ে মিনিমাম জায়গায় ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করলে গোপালগঞ্জে যাওয়ার জন্য পুলিশ প্রোটেকশনের প্রয়োজন হতো না।" তিনি আরও বলেন, "আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্যই কষ্টের।"

জুলাই মাসের ছাত্র আন্দোলনকে স্মরণ করে তিনি বলেন, "জুলাই কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার দৃশ্য না। মানুষ জীবন দিয়ে এই জুলাই এনেছে।" সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার সমালোচনা করে তিনি বলেন, "এটাকে ফেসবুকের ক্লিকবেইট আলফা মেইল সিন্ড্রোমে নামায়েন না।"

বিবৃতিতে তিনি আরও বলেন, "আজকে শহীদ আবু সাঈদ, শহীদ ফারুক, শহীদ ওয়াসিম, শহীদ ফয়সাল আহমেদ শান্তর মৃত্যুবার্ষিকী। আমাদের ‘জুলাই শহীদ দিবস’-এ শহীদ ভাইদের স্মরণ করি।"

তিনি আশা প্রকাশ করেন যে, এই হামলা থেকে শিক্ষা নিয়ে সবাই রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে মনোযোগ দেবেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে