ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

আবারও গোপালগঞ্জ যাবে এনসিপি

২০২৫ জুলাই ১৭ ১৫:০৩:৩৮
আবারও গোপালগঞ্জ যাবে এনসিপি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোপালগঞ্জে তার দলের নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এ ঘটনার জন্য সরাসরি আওয়ামী লীগকে দায়ী করে বলেছেন, “এই দলটি দেশে গৃহযুদ্ধ সৃষ্টির চক্রান্ত করছে।”

বুধবার বিকেলে গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পূর্বঘোষিত এক শান্তিপূর্ণ র‍্যালি শেষে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল সশস্ত্র ব্যক্তি লাঠিসোটা নিয়ে র‍্যালিতে অংশ নেওয়া এনসিপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা এনসিপি নেতাদের বহনকারী গাড়ি ঘিরে ফেলে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।

হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ১৪৪ ধারা জারি করে এবং পরবর্তীতে গোপালগঞ্জ শহরে কঠোর কারফিউ ঘোষণা করা হয়।

এক ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লেখেন,“আমাদের পূর্বঘোষিত কর্মসূচির জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ছাড়পত্র নিয়েই গোপালগঞ্জে গিয়েছিলাম। অথচ সেখানেই আমাদের ওপর হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে মুজিববাদী সন্ত্রাসীরা।”

তিনি অভিযোগ করেন, এই হামলার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ রয়েছে। তার ভাষায়,“আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি সন্ত্রাসবাদী সংগঠন।”

নাহিদ ইসলাম আরও হুঁশিয়ারি দেন,“মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না। আমরা আবারো গোপালগঞ্জে যাবো। জীবিত থাকলে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি গ্রামে কর্মসূচি করবো।”

এই হামলার পরপরই এনসিপি দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছে। দলটির পক্ষ থেকে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। দলটি ছাত্র ও জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন নাহিদ ইসলাম। দলটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ও গণমুখী ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগোচ্ছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে