ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

নতুন নির্দেশনায় বাড়ল কারফিউর সময়সীমা

২০২৫ জুলাই ১৭ ১৮:৫০:৩৬
নতুন নির্দেশনায় বাড়ল কারফিউর সময়সীমা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় সৃষ্ট সহিংসতা ও প্রাণহানির পর জারি করা কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। তবে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে।

এর আগে, বুধবার রাতে থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। নতুন নির্দেশনায় কারফিউর মেয়াদ আরও ২২ ঘণ্টা বাড়ানো হলো।

১৬ জুলাই গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির সমাবেশ শেষে বিরোধী গোষ্ঠীর সশস্ত্র হামলায় কমপক্ষে চারজন নিহত হন এবং অর্ধশতাধিক আহত হয়। নিহতরা হলেন দীপ্ত সাহা, রমজান কাজী, সোহেল মোল্লা ও ইমন।

অভিযোগ অনুযায়ী, সমাবেশ শেষে ফেরার পথে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সশস্ত্র সদস্যরা হামলা চালায়। পুরো এলাকা রণক্ষেত্রের মতো পরিস্থিতির মধ্যে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইএসপিআর জানিয়েছে, উচ্ছৃঙ্খল জনতা সরকারি যানবাহন ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়।

সংঘর্ষ চলাকালে এনসিপির নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এবং পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলনায় নিরাপদে স্থানান্তর করা হয়।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে