ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

২০২৫ জুলাই ১৭ ১৪:৫১:৪৯
পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ইসলামী ব্যাংকের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, নতুন তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে ২২ আগস্ট ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। ৫ সদস্যের নতুন বোর্ডের চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে—যিনি বিগত সরকারের আমলে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন। বাংলাদেশ ব্যাংকের এক ডেপুটি গভর্নরের সুপারিশে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

চেয়ারম্যান হওয়ার পর থেকেই ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও সুবিধাভোগের অভিযোগ আসতে থাকে। ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (BRPD)-এর দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ তাকে তলব করেন এবং পদত্যাগের পরামর্শ দেন।

এছাড়া ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান করার বিষয়ে বোর্ডে আলোচনা চলছিল।

১৫ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের ব্যাংক হিসাব তলব করে। পরদিন, ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান চালায় সংস্থাটি। অভিযানে আগস্টের পর থেকে মাসুদের লাভ নেওয়া সুবিধাসমূহ, বিদেশ ভ্রমণ খরচ, খাতভিত্তিক ব্যয়, এবং অনুমোদন সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করা হয়।

সম্প্রতি মাসুদ ব্যাংকের বোর্ড বা বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক অবহিত না করেই এক মাসের জন্য যুক্তরাষ্ট্র সফরে যান। বোর্ডে এ বিষয়ে কোনো লিখিত প্রস্তাব (মেমো) উপস্থাপন না করে কেবল মৌখিকভাবে জানান যে, তিনি একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ক্রেডিট লাইন ইস্যুতে বৈঠক করবেন।

তবে ব্যাংকিং নিয়মানুযায়ী, কোনো ব্যাংকের চেয়ারম্যান সরাসরি ব্যবস্থাপনাগত বৈঠক করতে পারেন না, বরং এই দায়িত্ব থাকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর। বোর্ডের ভূমিকা কেবল নীতিগত।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে