ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

২০২৫ জুলাই ১৮ ১২:৪৭:০৩
যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একটি ডেইলি শপিং স্টোর থেকে প্রায় ১.১ লাখ টাকার (প্রায় ১,৩০০ ডলার) পণ্য চুরি করতে গিয়ে এক ভারতীয় নারী হাতেনাতে ধরা পড়েছেন। এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের ভারতে অবস্থিত দূতাবাস ভিসা সংক্রান্ত কড়াকড়ির বিষয়ে সতর্কতা জারি করেছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ১ মে। ইলিনয়ের একটি সুপার শপে ওই নারী সাত ঘণ্টারও বেশি সময় ধরে ঘুরে ঘুরে বিভিন্ন পণ্য সংগ্রহ করেন। এরপর তিনি কোনো টাকা পরিশোধ না করেই দোকানের পশ্চিম গেট দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

স্টোরের একজন কর্মচারী বিষয়টি লক্ষ্য করে তাকে চ্যালেঞ্জ করলে ঘটনা মোবাইলে ধারণ হয় এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশের বডিক্যাম ভিডিওতেও পুরো দৃশ্য প্রকাশ্যে আসে।

ভিডিওতে দেখা যায়, এক কর্মী বলছেন,“এই মহিলা সাত ঘণ্টা ধরে দোকানে ছিলেন, বিভিন্ন জিনিস নিচ্ছিলেন, ফোনে ব্যস্ত ছিলেন, কিন্তু কোনো পেমেন্ট না করেই বেরিয়ে যাচ্ছিলেন।”

পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দাবি করেন, পেমেন্ট করার ইচ্ছা ছিল, তবে সে সুযোগ দেওয়ার আগেই তাকে আটক করা হয়। এক পুলিশ সদস্য জিজ্ঞেস করেন,বর্তমানে ওই নারীর বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে। যদিও এখনো তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি, কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

ঘটনার পরপরই ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) একটি সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বলা হয়, “যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ডাকাতির মতো অপরাধ শুধু আইনগত জটিলতা তৈরি করে না, বরং ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার যোগ্যতাও নষ্ট করতে পারে।”

তারা আরও যোগ করে:“মার্কিন নাগরিকেরা আইন মেনে চলে। বিদেশি দর্শনার্থীদের কাছ থেকেও একই প্রত্যাশা করা হয়।”

যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য আইনে চুরি, জালিয়াতি, ডাকাতি কিংবা অবৈধ প্রবেশের মতো অপরাধ দণ্ডনীয়। এসব অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ছাড়াও ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন, পুনঃপ্রবেশ ও অভিবাসন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে।

এই ঘটনা মূলত বিদেশে ভ্রমণ বা অভিবাসনের আশায় থাকা ভারতীয় নাগরিকদের জন্য একটি সতর্কবার্তা। বিশেষ করে ছাত্র, পর্যটক বা অভিবাসন প্রত্যাশীদের জন্য আইন মেনে চলার গুরুত্ব আবারও তুলে ধরেছে মার্কিন কর্তৃপক্ষ।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে