ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
Sharenews24

মুনাফা তোলার তোড়ে বড় উত্থান থেকে ছোট উত্থানে শেয়ারবাজার

২০২৫ জুলাই ১৭ ১৪:৫১:৩৭
মুনাফা তোলার তোড়ে বড় উত্থান থেকে ছোট উত্থানে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে দিনের বেলায় বড় উত্থান দেখা গেলেও শেষ বেলায় তা কিছুটা কমে আসে। দিনের মধ্যভাগে প্রধান সূচক ডিএসইএক্স ৪২ পয়েন্টের বেশি বাড়লেও শেষ পর্যন্ত তা দাঁড়ায় মাত্র সাড়ে ১৫ পয়েন্টে। দিন শেষে সূচকের এ শ্লথগতি মূলত বড় বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার ফসল বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তবে বাজারে লেনদেনের গতি বিনিয়োগকারীদের আগ্রহের ইঙ্গিতই দিচ্ছে। আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকা, যা গতকালের ১০ মাসের রেকর্ড (৭৩৪ কোটি ৩৮ লাখ) অতিক্রম করেছে। টানা দ্বিতীয় দিনের মতো লেনদেনের এই ঊর্ধ্বগতি বাজারে সক্রিয় অংশগ্রহণ ও বিনিয়োগ চাহিদার ইতিবাচক বার্তা বহন করছে।

যদিও আজ বেশিরভাগ শেয়ারের দাম কমেছে। ডিএসইতে আজ ১৮০টি প্রতিষ্ঠানের দরপতন হয়েছে, ১৫৩টির দাম বেড়েছে এবং ৬৩টি অপরিবর্তিত রয়েছে—তবুও বিশ্লেষকরা বলছেন, এটি স্বাভাবিক মুনাফা সংরক্ষণের প্রবণতা। তবে লেনদেন ও সূচকের সামগ্রিক প্রবণতা বাজারে আস্থার ইঙ্গিতই দেয়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘ মেয়াদে বাজারে অংশগ্রহণকারীদের আস্থা ফিরে আসছে। লেনদেন বৃদ্ধির পাশাপাশি একাধিক মৌলভিত্তিক শেয়ারে আগ্রহ বাড়ায় বোঝা যাচ্ছে, বিনিয়োগকারীরা এখন বেশি পরিশ্রুত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত এবং বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার বিভিন্ন উদ্যোগ শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

বাজার পর্যালোচনা আসছে............

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে